চবিতে গবেষণা ও উদ্ভাবন উৎসব ২৬ ফেব্রুয়ারি

জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে ‘জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫’ আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের প্রায় শতাধিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও গবেষণাগার অংশগ্রহণ করবে। এ আয়োজনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের প্রচার-প্রসার, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলা হবে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরা হবে।

দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পরিবেশবিদরা উপস্থিত থাকবেন। তারা গবেষণাপত্র উপস্থাপন করবেন এবং আলোচনায় অংশ নেবেন। শিক্ষার্থীদের জন্য থাকছে পোস্টার প্রেজেন্টেশন, প্রযুক্তি প্রদর্শনী ও গবেষণা সংক্রান্ত কর্মশালা।

উৎসবের বিশেষ আকর্ষণ “রিসার্চ টক”। এতে শীর্ষস্থানীয় গবেষকরা সমসাময়িক গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনার মূল বিষয়বস্তু হবে বিভিন্ন শাখায় চলমান গবেষণা, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উদ্ভাবনী কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা। এছাড়াও থাকবে জামাল নজরুল ইসলাম স্মারক গবেষণা ও উদ্ভাবনী বক্তৃতা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকছে স্টল সুবিধা। গবেষণা উপস্থাপন, প্রযুক্তি প্রদর্শনী, বিশেষ বক্তৃতা ও নেটওয়ার্কিং সেশন এ আয়োজনকে আরও প্রাণবন্ত করবে। এটি চট্টগ্রাম অঞ্চলের গবেষণা ও উদ্ভাবনের গতিকে আরও ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে সেরা গবেষকদের আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫ দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এ আয়োজনের মূল দায়িত্ব পালন করছে। আজ ১২ ফেব্রুয়ারি রেজিষ্ট্রেশন এর শেষ দিন।রেজিষ্ট্রেশন এর লিংক: https://forms.gle/Y8oRF3gxYx4jwdDE8
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: curhs.org
ফেসবুক পেজ: curhs2019