১৪ ও ১৬ মে চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মে) ও শনিবার (১৬ মে) দুইদিন চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম।

তিনি জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি খুলশী গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাট ডাউনটির আওতাধীন এলাকাসমূহ হলো চট্টগ্রাম নগরীর উত্তর খুলশী, দক্ষিণ খুলশী, পশ্চিম খুলশী, ডেবার পাড়, জালালাবাদ হাউজিং সোসাইটি, নাছিরাবাদ গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা, ওয়ারলেস কলোনী, মুরগী ফার্ম, ভেটরেনারী কলেজ, ঝাউতলা, গার্লস কলেজ, আমবাগান, ফয়েজ লেক, আকবরশাহ হাউজিং, রেলওয়ে হাউজিং, শহীদ লেইন, চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, বিটিবি, বাংলাদেশ রেলওয়ে স্থাপনা, মনছুরাবাদ নাসিরাবাদ হাউজিং সোসাইটি, রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, হিলভিউ হাউজিং সোসাইটি, অংকুর স্কুল, মিমি আবাসিক এলাকা, সানন্দা আ/এ, আরিফিন নগর, প্রবর্তক মোড়, নাসিরাবাদ মসজিদ, কুঞ্জুছায়া, টেক্সটাইল গেইট, বিবি রোডের উভয় পার্শ্বে, বায়জিদ স্টীল, সালেহ স্টীল ,নাসিরাবাদ শিল্প এলাকা, বাংলা বাজার, চৌধুরী নগর, চন্দ্র নগর, গ্রীন ভ্যালী আ/এ, ডেবারপাড়, মোজাফ্ফর কন্ট্রাক্টর রোড, টেকনিক্যাল মোড়, বিবি রোডের আংশিক, সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, তুলাতলী রোড, বেবী সুপার মার্কেট, কর্ণফুলী মার্কেট, আল-ফালাহ গলি, আপন নিবাস, সিএন্ডবি কলোনী, সিডিএ এভিনিউ, পুলিশ লাইন, জিইসি মোড় (আংশিক), ওয়াসা মোড়, লালখান বাজার, হাইলেভেল রোড, বাঘঘোনা, পোড়া কলোনী, একে খাঁন বাংলো, আদর্শ পাড়া, কসমোপলিটন, মেয়র গলি, চশমা পাহাড় ২নং গেইট, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর রেলস্টেশন, এলজিইডি ভবন, রহমান নগর, হিল ভিউ, বার্মা কলোনী, আলী নগর, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি কলোনী, চৈতন্য গলি, বানিয়াটিলা, বিআরটিসি, স্টেশন রোড, বিবিবি-পাথরঘাটা অফিস, আই ই বি, চট্টগ্রাম ক্লাব, ভিআইপি টাওয়ার, শিশুপার্ক, আর্মি ক্যাম্প, জুবিলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড, গোয়ালপাড়া, হাজারী গলি (আংশিক), পুরাতন গীর্জা, কেসিদে রোড, মুসলিম হল, শহীদ মিনারের সামনের এলাকা, তিন পোলের মাথা (আংশিক), টিএন্ড টি ও আশপাশের এলাকা (আংশিক), গোলাপ সিং লেইন, রাইফেল ক্লাব, ওয়াসা, দামপাড়া, এমএমআলী রোড, ও.আর. নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোল পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি, সেন্ট্রাল প্লাজা, প্রবর্ত্তক মোড় (সমস্থ প্রি-পেইড এলাকা), আমীরবাগ আ/এ, পাচলাইশ আ/এ, বাদশাহ মিয়া রোড, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, হাসপাতাল এলাকা, নেভী, সার্কিট হাউস, জামালখান রোড, লিচুবাগান, সিড়ির গোড়া, পিডিবি অফিসার্স কলোনী, বি ও সি কলোনী, এস এস খালেদ রোড (আংশিক), জে এম সেন লেইন (আংশিক), মোমিন রোড, রহমতগঞ্জ, লাভ লেইন, ডিসি হিল, বৌদ্ধ মন্দির সড়ক, চেরাগীপাহাড়, নন্দন কানন, বিটিভি এলাকা, এস এস খালেদ রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ী, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন, এস আলম টাওয়ার, ব্যাটারী গলি, দামপাড়া (আংশিক), মেহেদীবাগ, হোটেল রেডিসন, চট্টেশ্বরী রোড, চকবাজার (আংশিক) জয়নগর (আংশিক), লালচাঁদ রোড (আংশিক) ও চট্টেশ্বরীস্থ বিভাগীয় কমিশনার কার্যালয় সহ আশপাশ এলাকা সমূহ।

এছাড়া শনিবার (১৬ মে) একই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম পাহাড়তলী এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নগরীর পাহাড়তলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাসমূহ হলো আব্দুল হাকিম মিঞা রোড, মনছুরাবাদ, ঝর্না পাড়া, ডি.টি রোড, পাহাড়তলী বাজার, বার কোয়াটার, ঈদগাঁ, ভেলুয়ার দিঘির পাড়, সিডিএ মার্কেট, মুন্সীপাড়া, মনসুরাবাদ, রঙ্গি পাড়া, নজির আহম্মদ চৌধুরী রোড, সিগনাল কলোনী, হাজী ক্যাম্প, টেক্সিন ফকির মাজার, পাসপোর্ট অফিস এবং খুলশী/১০ নং ফিডারের আওতাধীন অন্যান্য এলাকা সমূহ।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি খুলশী গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাস এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড শাটডাউন নিয়েছে।

ফলে এর আওতাধীন এলাকাসমূহে বৃহস্পতিবার ওই সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

একই কারণে শনিবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম জোন, চট্টগ্রামের নতুন লাইন নির্মাণ এবং সংশ্লিষ্ট ১১ কেভি, ১১/০.৪ কেভি ও ০.৪ কেভি লাইনের পুনঃবাসন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।