শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা-চবি উপাচার্য

শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এ কথা বলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ০৯:৩০ টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির।

উপাচার্য তার বক্তব্যে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশক্তি অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগ্রত করা ও শৃংখলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে এ গুণগুলো অর্জন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যাশিক্ষার জন্য প্রয়োজন সুন্দর শরীর ও সুস্থ মন। একমাত্র খেলাধুলাই শিক্ষার্থীদের দেহ ও মনকে সুস্থ রাখতে পারে। ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়মনিষ্ঠা, শ্রম-সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের সুকোমল মনকে প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোন বিকল্প নেই।

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীন। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সাথে সাথে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় ও আমন্ত্রিত অতিথি বিশ্ববিদ্যালয় পতাকা, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ স্কুল পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন স্কুলের কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ জাহিন আবরার। উপাচার্য বিচারকদের পক্ষে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অশোক কুমার দাস এবং ক্রীড়াবিদদের পক্ষে মোহাম্মদ জাহিন আবরারকে শপথবাক্য পাঠ করান। স্কুলের সহকারী শিক্ষক অশোক কুমার দাস এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মার্চপাস্ট। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু জাফর।