রাউজানে পাহাড় টিলা কেটে গড়ে উড়ছে বসতি

পাহাড় টিলা কাটা মাটি দিয়ে ইটভাটার ইট তৈয়ারী ও কৃষি জমি, পুকুর জলাশয় ভরাট
শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাহাড়ী এলাকা উত্তর আইলী খীল, জানিপাথর, গলাচিপা, পাচঁপুকুরিয়া, বৃকবানুপর, বৃন্দ্বাবনপুর, বানারস, সিংহরিয়া এলাকার মধ্যে রয়েছে পাহাড় টিলা ভুমি। সরকারী খাস ও বন বিভাগের মালিকাধীন পাহাড় টিলঅ ভুমিতে বৃক্ষ নিধন করছে অবাধে।

পাহাড় টিলা ভুমি থেকে বৃক্ষ নিধন করে জীপ, ট্রাক ভর্তি করে নিধন করা বৃক্ষ বৃকভানপুর, বৃন্দাবনপুর গড়ে উঠা ইটের ভাটায় বিক্রয় করছে গাছ ও পাহাড় খোকো সিন্ডিকেটের সদস্যরা। পাহাড় ও টিলা থেকে বৃক্ষ নিধন করার পর এসকেভৈটার দিয়ে পাহাড় ও টিলা কেটে ড্রাম ট্রাক করে পাহাড় ও টিলা কাটা মাটি ইটের ভাটায় ইট তৈয়ারী করার জন্য বিক্রয় করছে সিন্ডিকেটের সদস্যরা। এছাড়া ও পাহাড় টিলা কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে হলদিয়া ও ডাবুয়া ইউনিয়ন ও পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, জাফত নগর এলাকায় কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করছে পাহাড় টিলা কাটা সিন্ডিকেটের সদস্যরা। প্রতিদিন পাহাড় টিলা কাটা হলে ও সংশ্লিষ্ট প্রশাসন নিরবতা পাপলন করছে রহস্যজনক ভাবে। রাউজানের হলদিয়া ইউনিয়নের পাহাড়ী এলঅকায় পাহাড় টিলা থেকে বৃক্ষ নিধন ও পাহাড় টিলা এসকেভেটার দিয়ে কাটা হচ্ছে যে ভাবে পাহাড় টিলা খেকো সিন্ডিকেটে৬র সদস্যরা। পাহাড় টিলা কাটায় পাহাড় টিলা দেখা যাবেনা হলদিয়ায় পাহাড়ী এলাকায়। পাহাড় টিলা কাটা সিন্ডিকেটের সদস্যরা পাহাড় টিলা কাটার পর পাহাড় টিলা কাটা স্থান দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যদের কাছে টাকা নিয়ে বিক্রয় করছে। দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যরা টাপকা দিয়ে পাহাড় ও টিলা কাটা সিন্ডিকেটের সদস্যদের কাছ থেকে পাহাড় টিলা কাটা স্থান নিয়ে বসতি গড়ে তোলছৈন। এ বিষয়ে রউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমাকে ফোন করে জানতে চাইলে, উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমা বলেন, পাহাড় ও
াটলা কাটা কাটা হলে আমরা অভিযান করে ব্যবস্থা নেবো।