শফিউল আলম, রাউজানঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপুিত শাখার যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় দক্ষিণ হিংগলা হাসমত আলী কাজীর বাড়ীতে পবিত্র মেরাজুন্নবী (স:) ও মারজাল বাহরাইন চেরাগে গাউসুল আজম বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) চন্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে মিলাদ ও জিকির সেমা মাহফিল অনুষ্টিত হয় ।
গত ১০ ফেব্রূযারী (সোমবার) মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপুিত শাখার সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চলনায় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় র্পষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী। মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী। মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্য়ক আনিস উল খান বাবর,কাজী আসলাম,রাউজান প্রেস ক্লাবের সহ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, নুর মোহাম্মদ, নাসির উদ্দিন, রাকিব, প্রমুখ। মাহফিল শেষে সেমা মাহফিল অনুষ্টিত হয় । পরে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন মাওলানা মহিম উিিদ্দন মাইজভান্্ডারী ।