পেকুয়ায় অভিযানে সৈনিকলীগের সভাপতি আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি মোহাম্মদ ফোরকানকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বারবাকিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোরকানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা রয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফোরকানের বিরুদ্ধে নিরীহ মানুষকে নির্যাতন, মাদক ব্যবসা ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।