লেখালয়-Lekhaloy “জুলাই বিপ্লব” সংখ্যার ‘মোড়ক উন্মোচন’

মৃদু শীতের বিকেলে লেখালয়-Lekhaloy “জুলাই বিপ্লব” সংখ্যা (১ম বর্ষ, ১ম সংখ্যা, ফেব্রুয়ারী – এপ্রিল ২০২৫) এর ‘মোড়ক উন্মোচন’ অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রামের অমর একুশে বইমেলায় আইমান পাবলিকেশনের সামনে এটি অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক কমরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখালয়ের প্রধান উপদেষ্টা গল্পকার আলী আসকর,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ,গল্পকার পান্থজন জাহাঙ্গীর, ছড়াকার হোসাইন মোস্তফা।

এছাড়া লেখালয়ের সম্পাদক শওকত এয়াকুব, নির্বাহী সম্পাদক শফিকুর রহমান সবুজ, সহযোগী সম্পাদক আজগর হোসাইন জিসান, ফিরোজ হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদক কামরান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক কাজী আমির হোসেন রিপনসহ অনান্য অতিথিবৃন্দ।