কাজের পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা অফিসারদের সব সময় উৎফুল্ল রাখে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি প্রতিষ্ঠানকে ভালো সেবা দেওয়া যায়। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচর্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপ্যাল অফিস চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুর রহিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।
উপাচার্য বলেন, আজকে অফিসারদের মাঠে দেখে খুব ভালো লাগছে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি প্রতিষ্ঠানকে ভালো সেবা দেওয়া যায়। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীর নয় মানসিক শক্তিও বৃদ্ধি করে। শরীর ও মনের যৌথ সমন্বয়ের ওপর নির্ভর করে অনাগত দিনের সুখ ও সমৃদ্ধি। একইসাথে নির্ভর করে ভবিষ্যতের সফলতা।
উপাচার্য বলেন, শরীর গঠনে এ ধরনের আয়োজন অফিসারদের একটি বড় সুযোগ। এর মাধ্যমে নিয়মানুবর্তিতা ও শৃংখলার পাশাপাশি কঠিন সময়ের সাথে কাজ করে ভবিষ্যৎ বিনির্মানের প্রেরণা সৃষ্টি হয়। এটা বড় সত্য কথা, কাজের পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা অফিসারদের সবসময় উৎফুল্ল রাখে। তিনি বিশ্ববিদ্যালয়ের অফিসারগণ তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে নিজেদের মান-মর্যাদাকে অক্ষুন্ন রাখতে সক্ষম হবেন মর্মে আশাবাদ করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে চবি অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শরীর ভাল থাকলে মনও ভালো থাকে। এ নয়নাভিরাম সুন্দর ক্যাম্পাসে মনোরম পরিবেশে আপনারাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তিনি আরও বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও শরীরচর্চা কর্মকর্তাদের মাঝে পারস্পারিক সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি নৈতিকতাবোধ, একনিষ্ঠতা ও সময়ানুবর্তিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুচ্ছর্নায় প্রধান অতিথি জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি বিশ্ববিদ্যালয় পতাকা, চবি অফিসার সমিতির সভাপতি সমিতির পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও মার্চপাস্ট অধিনায়ক আবদুল্লাহ আল আসাদ এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। মার্চপাস্টে সমিতির পতাকা বহন করেন সেকশন অফিসার মো. আবদুর রহিম। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সহকারী হিসাব নিয়ামক ভূপাল কৃষ্ণ রুদ্র। বিচারকদের পক্ষে চবি চীফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব ও ক্রীড়াবিদদের পক্ষে মো. আবদুর রহিমকে শপথবাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ রাশেদ বিন আমিন চৌধুরী।
পরে দুপুর ১:৩০ টার সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।