মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত

বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডের তারকা দম্পতি সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জয়। প্রথম ছবিই হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জুবাবাকে। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। যিনি সঞ্জুবাবার জন্য ঠিক কী করেছিলেন, জানলেও তার অন্য ভক্তরাও চমকে উঠবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।