ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর ২২০০ কর্মীকে সবেতন ছুটিতে পাঠানোর ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ধাক্কা খেলো আদালতের রায়ে। বিচারক সাময়িকভাবে এই সিদ্ধান্তকে স্থগিত করেছেন। বিচারক কার্ল নিকোলস কর্মীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের দায়ের করা একটি মামলার জবাবে একটি ‘সীমিত’ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। আদেশটি ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের পরিকল্পনার অধীনে, আমেরিকার বিদেশী সাহায্য সংস্থা ইউএসএআইডি-এর প্রায় ১০ হাজার কর্মচারীদের মধ্যে মাত্র ৬১১ জন কর্মী ছাড়া বাকিদের সবেতনের প্রশাসনিক ছুটিতে রাখা হবে। প্রায় ৫০০ কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং আরও ২২০০ জনকে শুক্রবার মধ্যরাত থেকে সবেতন ছুটিতে পাঠানোর কথা ছিল।
এদিকে কর্মীদের দায়ের করা মামলায় যুক্তি ছিল যে, ট্রাম্প প্রশাসন মার্কিন সংবিধান লঙ্ঘন করছে এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিচারক নিকোলস ইউনিয়নগুলির পক্ষে ছিলেন, বলেছেন যে, আদালত হস্তক্ষেপ না করলে তারা অপূরণীয় ক্ষতির শিকার হবে, যদিও সরকারের তাতে কিছু যায় আসে না।
নিকোলস রায়ে জানিয়েছেন, বর্তমানে প্রশাসনিক ছুটিতে থাকা সমস্ত ইউএসএআইডি কর্মচারীদের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইমেইল, অর্থপ্রদান এবং নিরাপত্তা সিস্টেমে সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হবে এবং সেই তারিখের আগে কোনও অতিরিক্ত কর্মচারীকে প্রশাসনিক ছুটিতে রাখা যাবে না।’
যদিও আদালতের আদেশে বাকি কর্মীদের চাকরির কী হবে তা স্পষ্ট নয়।শুক্রবার ওয়াশিংটন ডিসিতে সংস্থার সদর দফতরে কর্মকর্তারা যখন ইউএসএআইডির চিহ্নগুলো সরিয়ে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন ঠিক তখন আদালতের রায় সামনে আসে। ইউএসএআইডি হল বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা। এর বাজেটের বেশিরভাগই বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় করা হয়। সংস্থার ১০ হাজার কর্মীদের দুই-তৃতীয়াংশ বিদেশে কাজ করে। ট্রাম্প যুক্তি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল খরচ কমাতে কাজ করছে।
বিচারক নিকোলসের শুক্রবারের রায় আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ- সংস্থার কর্মচারীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের একটি জরুরি আবেদনের প্রতিক্রিয়ায় এসেছে।আইনি পদক্ষেপের যুক্তি ছিল যে, প্রেসিডেন্ট সংস্থাটি ভেঙে দেওয়ার চেষ্টা করে মার্কিন সংবিধান এবং ফেডারেল আইন লঙ্ঘন করছেন। সেইসঙ্গে ইউএসএআইডি ভেঙে ফেলার জন্য কংগ্রেসের অনুমোদন নেয়া হয়নি। ফেডারেল আইন অনুসারে, কংগ্রেসই একমাত্র সত্তা যা আইনত এজেন্সিটিকে ভেঙে দিতে পারে। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্বকারী বিচার বিভাগের কর্মকর্তা ব্রেট শুমেট বিচারককে বলেছিলেন যে, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেবার পেছনে রয়েছে ইউএসএআইডি-এর দুর্নীতি এবং জালিয়াতি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন, ইউএসএআইডি- তে দুর্নীতি এমন মাত্রায় পৌঁছেছে যা আগে খুব কমই দেখা গেছে। এটি বন্ধ করতে হবে!’
সূত্র : বিবিসি