কৃষি আধুনিকায়নে বাংলামার্ক: অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা। চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম থেকে মাত্র ২০ কিঃ মিঃ দূরত্বে থাকা সত্ত্বেও এখানে উল্লেখযোগ্য তেমন কোন শিল্প কারখানা গড়ে উঠেনি।

এমতাবস্থায়, এলাকার জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে বাংলামার্ক লিঃ চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহবাদে ২০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা স্থাপন করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যেখানে সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলামার্ক লিঃ বিশ্বাস করে তাদের এই প্রকল্পটি আর্থসামাজিক এবং কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কারিগরি সহায়তায় বাংলামার্ক ইতোমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। এছাড়া, ব্রি-এসএফএমআরএ প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেইন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহৃত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রি’র ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে। এই কারখানায় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে, যা কৃষকদের কাজের সময় কমিয়ে দেবে এবং উৎপাদনশীলতা বাড়াবে ফলে কৃষিক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলামার্কের এই পদক্ষেপ কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।