সাবেক এমপি ফজলে করীম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক আবেদনের শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

তিনি বলেন, আজ তাকে (ফজলে করিম চৌধুরী) আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট আবেদনের ওপরে শুনানি হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে আগামী ১৬-২-২৫ তারিখে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষে বুধবার(০৫ ফেব্রুয়ারি) শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।

আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।