সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স্বাধীন (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া পৌরসভার ভাঙার মুখ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে চকরিয়া থানার একদল পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুল ইসলাম স্বাধীন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া) বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গ্রেপ্তারকৃত স্বাধীনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।