চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিসি পার্কটি পরিচালনা করে আসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানো কেন্দ্র করে পার্কে আসা দর্শনার্থীদের সঙ্গে চালক-সহকারী-শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা পার্কে হামলা করেন। পরে দুর্বৃত্তরাও হামলায় যোগ দেন। হামলাকারীরা পার্কের গেট, টিকিট কাউন্টার এবং ভেতরের অনেক স্থাপনা ভাঙচুর করেন।
পরে রাত ৯টার দিকে ফৌজদার হাট থেকে বন্দরগামী সড়ক অবরোধ করেন লরি ও ট্রাকচালক-শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ডিসি পার্কে তাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ভোর ৪টার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রাতে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী দাবি করেন, বেশ কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) কবির আহম্মদ বলেন, ডিসি পার্কে কয়েকজন গাড়িচালককে মারধর করা হয়েছে অভিযোগ করে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও সেসময় জানান তিনি।