আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংগঠন ইনার হুইলের অন্যতম শাখা “ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং” গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রামে সিনিয়র ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক-৩৪৫ এর চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম।
ক্লাব ভিপি-১ আমিন ফারজানা শাম্মীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের সার্বিক কর্মকাণ্ডের উপর রির্পোট পেশ করেন ক্লাব সেক্রেটারী ফাতেমা জোহরা। উত্থাপিত রির্পোটে ক্লাবের সম্পাদিত সামাজিক মানবিক ও পরিবেশগত প্রকল্পসমূহ তুলে ধরা হয়। এছাড়াও জনকল্যাণে ও পরিবেশ সংরক্ষণে এর গৃহীত নতুন প্রকল্প সমূহের বিভিন্ন দিক পর্র্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম বলেন, ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং ক্লাব ইতিপূর্বে মানবিক ও সামাজিক ও পরিবেশগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আত্মমানবতার সেবায় ব্যাপক অবদান রেখেছে। বিশেষ করে সমাজের অবহেলিত অংশের জীবনমানোন্নয়নে সেবার মনোভাব নিয়ে তাদের গৃহীত কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। তিনি মানবতার সেবায় ভবিষ্যতে আরও ব্যাপক অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে “ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং” এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে “ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং” এর সাবেক ও বর্তমান কর্মকর্তাগণ সহ বিভিন্ন গণ্যমান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।