অভিনেত্রী পপি’র স্বামী ও সন্তান আছে!

অবশেষে স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই মিডিয়ায় অনুপস্থিত ও আড়ালে থাকা অভিনেত্রীর বিরুদ্ধে থানায় জিডি হলে প্রকাশ্যে আসে তার বিয়ে ও সন্তানের খবর।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন।

জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।

জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দেন। এসময় পপি ও তার স্বামী ফিরোজা, মরিয়মকে ভয় দেখান ও মেরে ফেলার হুমকি দেন।

জিডির এ খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমে আসে অভিনেত্রীর স্বামী ও সন্তানের ছবি। ছবিতে দেখা যায়, ছেলের জন্মদিনে কেক কাটার মুহূর্তে দু’পাশে দাঁড়িয়ে রয়েছেন আদনান ও পপি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান (নাম আয়াত) রয়েছে।

ব্যবসায়ী আদনানের সঙ্গে বছরখানেক আগেই শোবিজ পাড়ায় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ওই সময় বিভিন্ন সংবাদমাধ্যম বিয়ের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবসায়ী আদনানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিয়ের খবর মিথ্যা। পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।

প্রসঙ্গত, জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে চিত্রনায়িকা পপির এটাই প্রথম বিয়ে। অন্যদিকে ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।