চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে আ‘লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়
শিকলবাহা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ৮নং ওয়ার্ড আ‘লীগের সহ-সভাপতি নুরুল আলম (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (৪৯)
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।