চবি’র ৫ শিক্ষার্থীকে মুক্তির দাবীতে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টায় শহরের ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হয়। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছে। অপহরণের চারদিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন হদিস পাওয়া যাচ্ছে না।

এদিকে গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল রাঙ্গামাটি কাউখালীর বড়লু গ্রামে মো. ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানুষিক শারীরিক নির্যাতন করেন। পরে ১৭ এপ্রিল ভিকটিম কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হলে কাউখালী থানায় এনিয়ে মামলা করেন ভুক্তভোগী। মামলার তিনদিন পার হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি প্রশাসন।

এসময় বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার হাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।