চট্টগ্রামে ছাত্রলীগ ও আ’লীগ নেতা আটক

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা সাইদ ইমতিয়াজ সানি (৩০) ও আহমদ আলী (৫৪) নামের এক আওয়ামী লীগ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সানি চান্দগাঁও থানাধীন খাজা রোড খরম পাড়া এলাকার প্রয়াত রাজা মিয়ার ছেলে এবং আহমদ আলী কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রওশন আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্যাডার সানিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।