বিএনপি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন এর শারীরিক সুস্থ্যতা কামনায় রোববার(২ ফেব্রুয়ারি) নগরীর ফিরিঙ্গী বাজার দোভাষ মসজিদে এক দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাহফিলে কোতোয়ালী থানার আওতাধীন ৮ ওয়ার্ডের বিএনপি’র বিভিন্নস্থরের নেতাকর্মী অংশ নেন।

মাহফিলে মহানগর বিএনপি’র সাবেক সদস্য ও ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আকতার খান ের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক হরুন জামান। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য নুর উদ্দীন হোসেন নুরু, কোতোয়ালী থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, বেসরকারী কারা পরিদর্শক ও নগর যুব দলের সাবেক সহ-সভাপতি এম এ রাজ্জাক, বিএনপি নেতা হামিদুর রহমান, মোহাম্মদ ইউছুফ, নুরুল আলম, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন,নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিকুল আলম, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মেজবাহ উদ্দিন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দীপু, বিএনপি নেতা সুফি জাহেদ হোসেন, -মোঃ সেলিম, জাহেদ আহম্মেদ, মোহাম্মদ মিয়া, আবদুর রাজ্জাক, রমজান আলী, নুর খান আবু নাছের সাজ্জাদ, জালাল জামাল দিদার শামীম, আকতার হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ সোহেল, কোতোয়ালী থানা ছাত্রনেতা শাহাদাত হোসেন নাবিল, সেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ রনি সহ প্রমূখ।