মিরসরাইয়ে বিজিবির অভিযানে ১৬৪ ঘনফুট কাঠ জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ১৬৪.৫০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের বনবিভাগের বন বিটের কয়লারমুখ এলাকায় কর্মরত বিজিবি সদস্য ও রেঞ্জ কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মাহাদি হাসান জানান, রোববার(২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবি ও বনবিভাগ অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৪.৫০ ঘনফুট সেগুন, গামারসহ বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।