চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ১৬৪.৫০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের বনবিভাগের বন বিটের কয়লারমুখ এলাকায় কর্মরত বিজিবি সদস্য ও রেঞ্জ কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মাহাদি হাসান জানান, রোববার(২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবি ও বনবিভাগ অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৪.৫০ ঘনফুট সেগুন, গামারসহ বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।