আ‘লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বান্দরবানের লামায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহিদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাছুম বলেন, ‘লামার হাড় গাজা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করেছে তাদের এ সাহস কে দিয়েছে?’

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বান্দরবানের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে ৩০০ নং আসনের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈ সিং। ৫ আগস্টের পর সারা দেশের এমপি মন্ত্রীরা মামলা খেয়ে পলাতক থাকলেও সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এখনো তার বাস ভবনে অবস্থান করছেন। বাসায় বসে খুনি শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য পলাতক নেতাকর্মীদের ইন্ধন দিয়ে এসব করানো হচ্ছে। তাকে আইনের আওতায় আনতে হবে।’

এছাড়াও যারা বিভিন্ন মামলার আসামি হয়ে এখনো পলাতক রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এর আগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের হাড় গাজা এলাকায় মশাল নিয়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।