চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে হাটহাজারী থানার একটি টিম বাকলিয়া থানা পুলিশের সহায়তায় নতুন ব্রিজ গোলচত্বর এলাকার হাজি বিরিয়ানি হাউজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সালাউদ্দিন (৩০), সজিব বড়ুয়া (৪১) ও আব্দুল্লাহ হোসেন ওরফে মামুন (৩২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং মামুনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। ঘটনার বিষয়ে হাটহাজারী থানায় বুধবার (১৬ এপ্রিল) একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।