শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার অগ্রসৈনিক ছিলেন যুবনেতা উজ্জ্বল শিকদার

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক, প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী কমরেড উজ্জ্বল শিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, শোষণ–বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড উজ্জ্বল শিকদার। তিনি সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন।

(শুক্রবার) ৩১ জানুয়ারি, বিকেল পাঁচটায়, নগরের হাজারী গলিস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় কমরেড উজ্জ্বল শিকদারের স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ডা. আরিফ বাচ্চু, মিন্টু চৌধুরী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি শৈবাল আদিত্য, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রীতম চৌধুরী, রুপন কান্তি ধর, কোষাধ্যক্ষ অভিজিৎ বড়ুয়া, যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুকান্ত শীল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে, উজ্জল শিকদারের সহধর্মিনী , মেরি শিকদার প্রমূখ।

বক্তারা বলেন, কমরেড উজ্জ্বল শিকদার সারা জীবন প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা ছিলেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। কমরেড উজ্জ্বলের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িয়ে আছে তার নাম। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব।

বক্তারা আরো বলেন, আমৃত্যু বিপ্লবী কমরেড উজ্জ্বল শিকদার আমাদের লড়াই-সংগ্রামে বেঁচে থাকবেন। যতদিন তিনি বেঁচে ছিলেন এদেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বর্তমান এই নষ্ট সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তাদের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে স্লোগান দিয়েছেন। আমাদের এই নষ্ট সমাজের বিরুদ্ধে যতদিন আন্দোলন-সংগ্রাম, লড়াই মিছিল থাকবে উজ্জ্বল শিকদারকে আমরা আমাদের মিছিলে খুঁজে নিবো।