ঈদগাঁওয়ে বেওয়ারিশ লাশ দাফন

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা মহাসড়ক এলাকায় শুক্রবার(৩১ জানুয়ারি) ভোর রাতে এক বেওয়ারিশ পুরুষ লাশের সন্ধান মিলেছে।

সংবাদ পেয়ে ঈদগাঁও থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি পুর্বক বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করে।

লাশের সুরতহাল তৈরিকারী কর্মকর্তা উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, ঐদিন রাতে আনুমানিক পঞ্চান্ন বছর বয়সি উদ্ধারকৃত বেওয়ারিশ লাশের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন ছিলনা।

স্থানীয়দের ভাষ্যমতে মৃত লোকটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মধ্যে রাত-বিরাতে তাদের এলাকায় ঘুরাফেরা করত। ঐদিনও সারাদিন ওখানে ঘোরাফেরায় ছিল। পরে সিআইডি থেকে এক্সপার্ট এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ পরবর্তী কোন পরিচয় সনাক্ত না হওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে জালালাবাদ ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় দাফনের অনুমতি দেয়া হয়। শুক্রবার(৩১ জানুয়ারি) সন্ধ্যায় লাশ দাফন সম্পন্ন করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান বেওয়ারিশ লাশ উদ্ধার ও দাফনের সত্যতা নিশ্চিত করেন।