নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কাজে যোগ না দেওয়ায় বরিশালের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলার বিভিন্ন রুটসহ খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
তিনি জানান, ভাড়া নিয়ে সমস্যা হওয়াসহ বিভিন্ন কারণে প্রায়ই শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করা হয়। এর ফলে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাঁরা কাজে যোগ দেননি।
রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শুধু রুপাতলী নয়, বরিশাল বিভাগের ছয় জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।