জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পেশাদার সাংবাদিকদের ক্লাব জাতীয় প্রেসক্লাবের ২০১৯-২০ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই দুই প্যানেলে যারা স্থান পাননি তারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।

মঙ্গলবার (১৮ ডি‌সেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী ফোরাম থেকে সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে শওকত মাহমুদ- ইলিয়াস খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সিনিয়র সহ-সভাপতির একটি পদের জন্য লড়ছেন সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, মোঃ ওমর ফারুক এবং সৈয়দ মেসবাহ উদ্দিন।

সহ-সভাপতির পদ একটি। এজন্য লড়ছেন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া, সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান।

সাধারণ সম্পাদক পদটির জন্য লড়ছেন সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, কামরুল ইসলাম চৌধুরী এবং ইলিয়াস খান।

যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদ। এ পদের জন্য প্রদিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র সাংবাদিক আবু সালেহ আকন, মাঈনুল আলম, মোঃ আশরাফ আলী, শাহেদ চৌধুরী এবং সাখাওয়াত হোসেন বাদশা।

কোষাধ্যক্ষ পদের লড়াইয়ে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, শ্যামল দত্ত এবং জহিরুল হক রানা।

প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্য পদ মোট ১০টি। এই ১০ পদের জন্য লড়ছেন ২৬ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন: সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, মোঃ আইয়ুব ভূঁইয়া, কাজী রফিক, কল্যান সাহা, রেজওয়ানুল হক, জাহিদুজ্জামান ফারুক, শামসুদ্দিন আহমেদ চারু, রহমান মোস্তাফিজ, শাহনাজ সিদ্দিকী, জহিরুল হক টুকু, আনিসুর রহমান খান, শাহনাজ বেগম, আলী হাবীব, ইব্রাহিম খলিল খোকন, জীভন ইসলাম, দেলোয়ার হোসেন, নির্মল চক্রবর্তী, বখতিয়ার রানা, মোঃ আজিজুর রহমান, মোঃ মমিন হোসেন, মোঃ সানাউল হক, শামসুল হক দূররানী, শাহনাজ বেগম, সাঈদুল হোসেন সাহেদ, হাসান আরেফিন এবং সৈয়দ ফয়সাল আহমেদ।