পটিয়া আমির ভাণ্ডারের বার্ষিক ওরশ শরীফ ১৫ জানুয়ারি

আগামীকাল ১৫ জানুয়ারী ১ মাঘ বুধবার পটিয়ায় আমির ভান্ডার শরীফের বার্ষিক ওরশ শরীফ।

এতে মিলাদ মাহফিল, দোয়া দরুদ, জিকির আজকার ও বাদ এশা দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাতসহ ধর্মীয় নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সম্মিলিত আউলাদে পাকগনের পক্ষে আমির ভাণ্ডার সংসদ জাতি ধর্ম নির্বিশেষে ভক্তবৃন্দের এতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।