মানুষের স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রাণীকূলের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার আহবান

বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার এর সাথে গত ১২ জানুয়ারি রবিবার ঢাকা সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চন্দনাইশ সমিতি- ঢাকার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেন।

উপদেষ্টা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ঢাকায় চন্দনাইশ সমিতির উদ্যোগে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে জনস্বার্থে আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনে জমি বরাদ্দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সমিতির নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করেন। এছাড়াও তিনি জলবায়ু ও পরিবেশ বিষয়ে ভূমিকা রাখা, চন্দনাইশ উপজেলার জলাবদ্ধতা নিরসনকল্পে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় স্থানীয় সরকারের সহযোগিতা গ্রহনের জন্যও প্রয়োজনীয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মানুষের স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রাণীকূলের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

তদুপরি তিনি চন্দনাইশ সমিতি -ঢাকা কে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং আগামী ১৮ জানুয়ারি, শনিবার, উত্তরা দিয়াবাড়ী ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে অনুষ্ঠিতব্য চন্দনাইশ সমিতি ঢাকার মিলনমেলায় সানন্দচিত্তে দাওয়াত গ্রহণ করেন এবং উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সেকান্দর হায়াত বাহাদুর, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী সচিব শরন কুমার বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমূখ। উল্লেখ যে সমিতির পৃষ্ঠপোষক, আজীবন সদস্য অনলাইন রেজিষ্ট্রেশন করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান।