পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
এছাড়া খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গার সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।