বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ। চড়া স্বর্ণের বাজারও। ১ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।
বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেচাকেনা হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রতি ব্যারেলের দাম পড়েছে ৭৪ ডলার ২২ সেন্ট। যা একদিনের ০.৪০ শতাংশ ও একমাসের ব্যবধানে ৫.৫ শতাংশ বেশি।
দাম বৃদ্ধির প্রতিযোগিতায় রয়েছে গ্যাসোলিনও। প্রতি গ্যালনের দাম ২ ডলার ৪ সেন্টে ঠেকেছে শুক্রবার সকালে। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে এই জ্বালানির দাম বেড়েছে ২.৩৯ শতাংশ।
জ্বালানির পাশাপাশি ধাতুর বাজারও বেশ চড়া। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ২৬৭২.৬৩ ডলারে। সপ্তাহ ব্যবধানে এই মূল্যবান ধাতুর দাম বেড়েছে ১.৩০ শতাংশ। আর দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, রুপার দাম সপ্তাহ ব্যবধানে ২.১১ শতাংশ বেড়ে বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম ঠেকেছে ৩০.২৪ ডলারে। আর দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।