মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি শিশু গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে। উপজেলা মডেল মসজিদে গণ শিক্ষার শিক্ষকদের নিয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইফা কাপ্তাই ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ ও কাপ্তাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালাম প্রমুখ। প্রধান অতিথি গণ শিক্ষার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনেরা সমাজের নেতা।আপনাদের কথায় সমাজে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করা
সম্ভব। পরে নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৫ জন গণ শিক্ষার শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেন।