শফিউল আলম, রাউজানঃ রাউজানে দিন দিন কমছে ডাবুয়া রাবার বাগানের আয়তন।বাগানের জায়গা জবর দখল করে গড়ে তোলা হয়েছে বৃক্ষের বাগান বসত ঘরবাড়ি। সরেজমিনে দেখা গেছে, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা, সুড়ঙ্গা, মেলুয়া, নন্দগাও, উত্তর আইলী খীল, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলী খীল, দাওয়াত খোলা, ওয়াহেদের খীল এলাকায় রাবার বাগানের বেশ কিছু জায়গা জবর দখল করে বাড়ি ঘর নির্মাণ করেছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ডাবুয়া রাবার বাগানের পাহাড়ী টিলা জবর দখল করে এসব বসতি ও বৃক্ষের বাগান গড়ে তুলেছে।বসতিদের মধ্যে অনেকেই বিভিন্ন অঞ্চলের বলে জানা গেছে। এলাকার ভূমিদস্যুরা মোটা অংকের টাকা নিয়ে রাবার বাগানের জায়গা দখল করে বিক্রি করে এমন অভিযোগ পাওয়া যায়।গত বুধবার সকালে উত্তর আইলীখীল এলাকা ঘুরে দেখা গেছে, রাবার বাগানের টিলা দখল করে ভেকু দিয়ে টিলা কেটে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। বিক্রি করা হচ্ছে লাল মাটি।ওই এলাকায় এখন সরকারি খাঁস টিলা ভূমি জবর দখল, বৃক্ষ নিধন ও মাটি কাটার মহোৎসব চলছে। দক্ষিণ আইলীখীল, মেলুয়া এলাকায়ও রাবার বাগানের পাহাড়ি টিলা দখল গড়ে তোলেছে মুরগী খামার, ঘরবাড়ি, ও ইটের ভাটা।বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ি টিলার বৃক্ষ নিধন করে রাবার বাগানের চোরাপথে চাঁদের গাড়ি করে পরিবহন করা হচ্ছে। এবিষয়ে ডাবুয়া রাবার বাগানের ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম বলেন, ডাবুয়া রাবার বাগানের আয়তন ২ হাজার ৪শত ১৬ একর। এরমধ্যে ১৯৭২ সালে ডাবুয়া রাবার বাগানের ২’শত একর পাহাড়ি জমি জবর দখল করে নিয়েছেন ভূমিদস্যুরা। জবর দখল করা রাবার বাগানের আরও ২৩১.৬২ একর পাহাড়ি জমি উদ্ধার করার জন্য আদালতে মামলা চলেেছ। তিনি বলেন, উত্তর হিংগলা নতুন পাড়া, সুড়ঙ্গা, মেলুয়া এলাকায় ডাবুয়া রাবার বাগানের বেশিরভাগ পাহাড়ি টিলা জবর দখল করে বাড়ি ঘর নির্মাণ করেছে। রাবার বাগানের জবর দখল করা জায়গা উদ্ধার করে নতুনভাবে রাবার গড়ে তোলা হবে।