নোটিশ
আনন্দ ভ্রমণ -২৫ ইং
আসসালামুয়ালাইকুম / আদাব
প্রিয় সহকর্মীবৃন্দ
হাটহাজারী অফিসার্স ফোরামের সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১.১.২৫ ইং তারিখে ফোরামের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ই জানুয়ারি ‘২৫ রোজ শনিবার হাটহাজারী অফিসার্স ফোরাম এর উদ্যোগে রাঙ্গামাটিতে বাৎসরিক আনন্দ ভ্রমণ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত আয়োজনে ফোরামের সম্মানিত সকল সদস্যদের স্ব- পরিবারে অংশগ্রহণ কামনা করছি।
স্থান : রাঙ্গামাটি
(পলোওয়েল পার্ক এবং বোট ভ্রমণ)
তারিখ : ১৮.০১.২৫ ইং শনিবার।
অংশগ্রহণ ফি: প্রতিজন:
সদস্য একক: ৯০০
দম্পতি : ১৭০০/-
সন্তান : ৭০০/-( ৪ বছরের উর্ধে)
অতিথি : ১১০০/-
টাকা জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি ‘২৫ ইং রবিবার।
অংশ গ্রহণের সুবিধার্থে একটি ফর্ম গ্রুপে দেওয়া হয়েছে সেটা প্রিন্ট করে আপনার সুনির্দিষ্ট তথ্যে পুরন করে ফি সহ ১২ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্যে অনুরোধ করছি।
বি:দ্র: দিনব্যাপী আনন্দ ভ্রমণে থাকছে : সকাল বিকাল নাস্তা, ভুরিভোজ লাঞ্চ, টি শার্ট, ভাবিদের জন্যে বিশেষ উপহার, বাচ্চাদের জন্য উপহার, আকর্ষণীয় র্যাফেল ড্র, এছাড়া ফোরামের সদস্যদের (সন্তান) ২০২৩, ২০২৪ সালের ডিগ্রীপ্রাপ্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, BCS ক্যাডার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের এডি ‘র সম্মাননা প্রদান এবং অফুরন্ত বিনোদন।
ফোরামের সম্মানিত সকল সদস্যদের স্ব-পরিবারে অংশ গ্রহণ এবং আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ফোরামের সম্মানিত সকল সদস্যদের স্ব-পরিবারে অংশ গ্রহণ এবং আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদান্তে
মাসুদুল ইসলাম চৌধুরী
সাধারণ সম্পাদক
হাটহাজারী অফিসার্স ফোরাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।