বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় শামসুল হুদা চৌধুরী (৪৬) নামের এক ব্যক্তিকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলীতে এ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা গণমাধ্যমকে বলেন, কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে শামসুল হুদা চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কৃষি জমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।