ন্যানোটেকনোলজি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ও দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি: চবি উপাচার্য

ন্যানোটেকনোলজি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ও দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি। এটা ব্যবহারের মাধ্যমে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব দৃশ্যমান হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২ টায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়লিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “Nanotechnology: The Tiny Revolution Shaping the Future of Energy, Health and the Environment” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।

চবি উপাচার্য বলেন, ন্যানোটেকনোলজি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ও দ্রুত উন্নয়নশীল একটি প্রযুক্তি। বিশ্বায়নের এ যুগে শক্তি উপাদান, স্বাস্থ্য সেবা ও পরিবেশ সংরক্ষণসহ নানা ক্ষেত্রে ন্যানোটেকনোলজির ভূমিকা বিপ্লব ঘটাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির প্রতি গুরুত্ব দিতে হবে।

চবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নতুন নতুন গবেষণা উপস্থাপনের মাধ্যমে উদ্ভাবিত গবেষণাকর্ম দেশ-জাতির কল্যাণে কাজে লাগাতে পারলেই অপার সম্ভাবনার এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ন্যানো সেন্টার প্রতিষ্ঠা হলে এ বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরও বৃদ্ধি পাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন। চবি ইনস্টিটিউশনাল কোয়লিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মাদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্নার সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. ফয়সল ইসলাম চৌধুরী।