চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার মিন্টু আলীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে মিন্টু আলীর রান্নাঘর, গোয়াল ঘরে থাকা একটি উন্নত জাতের গাভী ও বিল্ডিংয়ের আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, মঙ্গলবার(৭ জানুয়ারি) রাত ৮টায় করেরহাট ইউনিয়নের আলিনগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে মিন্টু আলীর রান্না ঘর, গোয়াল ঘরে থাকা একটি উন্নত জাতের গাভী আংশিক পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিন্টু আলীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।