ডা. মুহাম্মদ মঈন উদ্দিনের শুভ আক্দ সম্পন্ন

৬ জানুয়ারি (সোমবার) আসরের নামাজের পর চান্দগাঁও আবাসিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ফজলুল হকের বড় কন্যা ডা. তাহমিনা হক তাকওয়া এমবিবিএস এর সাথে মানবিক ডাক্তার হিসেবে খ্যাত ডা. মুহাম্মদ মঈন উদ্দিন এফসিপিএস, মেডিকেল অফিসার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ আকদ সম্পন্ন হয়েছে।

শুভ আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদুদ্দিন ফারুক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বহদ্দারহাট শাখার শাখা প্রধান জনাব রিশাদুল হাকিম চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, বহদ্দারহাট শাখার সিনিয়র অফিসার জনাব মোঃ হারুন, কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি, গলুই প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী সাইফুল হক ,মাওলানা নুরুল আবছার, মাওলানা ফজলুল হক, মাস্টার জাকিরুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সবুর প্রমুখ।

এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ডাক্তার মঈন উদ্দিন কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির ছোট ভাই। বাঁশখালীর প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলীর গর্বিত সন্তান। ইতোমধ্যে তিনি গরীব দুঃখী অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে সবার প্রশংসিত হয়েছেন।