চবিকে উন্নত মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: চবি উপাচার্য

উন্নত মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “Showcasing BdREN Service for CU Faculty” শীর্ষক সেবা প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন BdREN এর প্রধান নিবার্হী কর্মকতা জনাব মোহাম্মদ তৌরাত।

চবি আইকিউএসির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কাদির, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান, চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

চবি উপাচার্য বলেন, আমি বিডিরেনের একজন ইউজার। এ সেবা প্রতিষ্ঠান করোনা মহামারীর সময় দেশের শিক্ষা ব্যবস্থাসহ অনেক ক্ষেত্রে ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সার্ভিস দিয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অবদান রেখেছে। তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস গ্রহণ সম্পর্কে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার অনেক কম জানেন বলে মনে হয়। এর বিভিন্ন সার্ভিস গ্রহণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে চবি গুরুত্বপূর্ণ অবদান রাখবে, একইসাথে এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিডিরেন প্রদত্ত সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আহবান জানান।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বিডিরেনের সেবা ব্যাপকভাবে বাড়াতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। একইসাথে তাদের এ সার্ভিসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিডিরেনের সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিতে সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের এগিয়ে যাওয়ার আহবান জানান।

বিডিরেনের প্রধান নিবার্হী কর্মকতা জনাব মোহাম্মদ তৌরিত এ ধরনের একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য চবি প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিডিরেনের মাধ্যমে প্রদত্ত সুযোগ-সুবিধা এ সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কার্য অধিবেশনে বিডিরেনের ব্যবস্থাপক (Data Centre) জনাব খন্দকার রাশেদুল আরেফিন “Demonstration on BdREN Services” এবং বিডিরেনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (NOC)) জনাব আবু নাসের মোঃ নাফিউ “Implementation of Value added Services” বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে চবির বিভিন্ন বিভাগ ও ইন্সিটিউটের সম্মানিত সভাপতি, পরিচালক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন।

পরে চবি উপাচার্য ইঞ্জিনিয়ারিং অনুষদে বিডিরেনের আর্থিক সহযোগিতায় ভার্চুয়াল ক্লাস রুমের সংস্কারকার্য পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এর সাথে ভার্চুয়ালি কথা বলেন।