লোহাগাড়ায় চুরির মালামালসহ আটক ১

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. নাহিদুর ইসলাম (২৪)। সে উপজেলার দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

ভুক্তভোগী জহির উদ্দিন বলেন, শনিবার(৪ জানুয়ারি) সপরিবারে বোনের বাড়িতে বেড়াতে যাই।

বিকেলে ফিরে দেখি আমার ঘরের প্রধান ফটকের পূর্ব পাশের জানালা ভাঙা এবং দরজা খোলা। শয়ন কক্ষের কাঠের আলমারি ও মায়ের কক্ষের কাঠের আলমিরা ভাঙা। যেখানে স্বর্ণের ২টি কানের দুল, আংটিসহ নগদ ১৭ হাজার টাকা রাখা ছিল। সবকিছু চুরি হয়ে গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া স্বর্ণের কানের দুলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।