রাউজানে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে অবৈধ বালি ব্যবসা: ঘটছে দুর্ঘটনা

পানি মিশ্রিত বালিতে গাড়ি উল্টে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা এমনকি উড়ন্ত বালিতে রোগ আক্রান্ত হচ্ছে দ্ইু স্কুলের শিক্ষার্থীরা
শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক পাশ দখল নিয়ে অবৈধ বালু ব্যবসা করছে রাজনৈতিক পরিচয়ে পশ্চিম গহিরা এলাকার কিছু দুর্বৃত্ত। সড়কের উপর বালু উঠা নামার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। জানা যায, হালাদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্তুপ করছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক পাশে। সড়কের রাউজান অংশের হালদা ব্রীজ হতে পশ্চিম গহিরা এলাকা পযর্ন্ত অন্তত ১০টি পয়েন্টে এ ব্যবসা চলমান রয়েছে। স্তুপ করা বালু বিক্রি করছে ট্্রাক ও চাঁদের গাড়ী (জীপ) যোগে।

স্থানীয়দের অভিযোগ হালদা থেকে উত্তোলন করা মিশ্রিত বালুর সথে সড়কে পড়ছে পানি। পানি মিশ্রিত বালু সড়কের উপর পড়ার ফলে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। হতাহত হচ্ছে মানুষের জীবন। অপদিকে ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয় ও হামদু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ সড়ক পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে গাড়ীর বাতাসে চোখে মূখে পড়ছে উড়ন্ত বালু। এ বালু কোমলমতি শিক্ষার্থীদের চোখে নাকে প্রবেশ করে হাঁচি ও কাশি রোগে আক্রান্ত হচ্ছে। চোখে উড়ন্ত বালু প্রবেশ করে এলার্জি রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। এছাড়াও পথচারী মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। মহা সড়কের উপর রেখে অবৈধ বালু ব্যবসা বন্ধ করার যেন কেউ নেই। সংশ্লিষ্ট প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী উম্মে হাবিবা কুসুম বলেন, আমাদের স্কুলের পাশে সড়কের উপর বালুর ব্যবসার কারণে ধুলি-বালিতে সয়লাব পুরো স্কুল। এ গুলো বন্ধ হওয়া দরকার। না হলে আমাদের সমস্যা হচ্ছে।

আমাদের অনেক সহপাঠি অসুস্থ হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামদু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমাদের স্কুলের পাশ ঘেঁসে এ অবৈধ বালুর ব্যবসা রমরমা। এতে করে আমাদের স্কুলের বাচ্ছারা ধূলি-বালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা কোমলমতি শিক্ষার্থীর বাঁচাতে চাই। প্রশাসনের কাছে দাবি করছি অনতিবিলম্বে সড়কের উপর বালুর ব্যবসা বন্ধ করার। জানা গেছে, সড়কের উপর বালু ব্যবসার সাথে জড়িত রয়েছে ২০/৩০ জনের সেন্ডিকেট। তারা পৃথক পৃথক ভাবে বালু মহাল সৃষ্টি করে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে হালদার বিভিন্ন র্স্পট থেকে অবৈধ ভাবে বালু উত্তোল করে মহা সড়কের উপর স্তুপ করে ব্যবসা করছে। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা বলেন, ইজারা ডাক না নিয়ে হালদায় যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক দখল করে বালুর ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। সরকারী সম্পদ রক্ষা ও মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বন্ধপরিকর।