জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনো মানুষ কাঙ্খিত বিজয় অর্জন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোকগুলো আছে। তাদের দোসররাও আছে। অপরাধীরা গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। ছাত্র-জনতার হত্যাকারীরা বুক ফুলিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী ষড়যন্ত্রের কারণে অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আওয়ামী সিন্ডিকেট ভাঙার অক্ষমতার কারণে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। আগামী নির্বাচনকে বানচাল করা। তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। কারণ জনগণের আশা আকাঙ্খার বাস্তবায়ন করতে হলে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে।

০৪ জানুয়ারী (শনিবার) বিকেলে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়ন এর মুন্সিপাড়া যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, সকল অপকর্ম থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। পতিত আওয়ামী লীগ এর কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের কোনো বহিরাগত ও অনুচরকে দলে জায়গা দেয়া যাবে না। যাতে কোনো ষড়যন্ত্রকারীরা দলের ভেতরে ঢুকে দলের ক্ষতি করতে না পারে। এ ব্যাপারে বিএনপি’র সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। বিএনপি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। জনগণের কাছে যেতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম সেলিম। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নুরুল্লা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, ওহিদুল আলম ওয়াহিদ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদ আনচারী, দক্ষিণ জেলা যুবদল এর যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, নুর হোসেন, জোবায়ের হোসেন বাবু প্রমুখ।