রাউজানে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শফিউল আলম, রাউজানঃ বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ দিদারুল আলম তালুকদার।

শনিবার(৪ জানুয়ারি) রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ডা: মনোরঞ্জন মুহুরী, হেলাল কোম্পানি,যুবদল নেতা নাছির উদ্দীন, আলাউদ্দিন,বদিউল আলম, নাছির উদ্দীন, অমল দে, মোহাম্মদ আব্দুল করিম, রাহুল দে প্রমুখ।উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ দিদারুল আলম তালুকদার বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান।