রাউজানে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী স্কুলে পাঠদান শুরু ১২ জানুয়ারি

শফিউল আলম, রাউজানঃ রাউজানে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী স্কুল পাঠদান শুরু করা হয়েছে ।

আগামী ১২ জানুয়ারী থেকে পাঠদান শুরু করা হবে। রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় গত ২০০৮ সালে শাহান শাহ জিয়াউল হক জিয়াউল হক মাইজভান্ডারী স্কুল প্রতিষ্টা করার পর থেকে এলাকার ছেলে মেয়েরা স্কুলে শিক্ষা গ্রহন করেন। বেশ সুনামের সাথে স্কুলটি চলে। গত ২০২২ সালে একটি মহল ষড়যন্ত্র করে রাউজান উপজেলা শিক্ষা অফিস থেকে বন্দ্ব করে দেওয়া হয় ।

সম্প্রতি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিমের নির্দেশনায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য হক কমিটির স্থানীয় শাখা কমিটির কর্মকর্তারা সভা করে স্কুলটি চালু করার সিদ্বান্ত নেয় । শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট্রের ট্রাস্ট্রি রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর অনুমতি নিয়ে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট স্কুলটি চালু করেন । স্কুলের আসবাব পত্র ক্রয় করে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলটি পুনরায় চালু করেন। আগামী ১২ জানুয়ারী স্কুলের পাঠদান শুরু করা হবে বলে জানান, স্কুল পরিচালনা কমিটির পরিচালক মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মীর শফিউল আলম নেজাম।