পটিয়ায় প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৪

চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িটিতে থাকা চার যাত্রী।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কারচালকের নাম মোহাম্মদ হাবিব (৩০)। সে গাজীপুর জেলার পূবাইল থানার বাসিন্দা। আহতরা হলেন, গাজীপুরের নাঈম (৩২), রুবেল (৩০), মামুন (৩০) ও মামুন (২২)। তাঁদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া থানার উপপরিদর্শক মোশাররফ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় আহত ব্যক্তিদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেট কারচালক হাবিবকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।