খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদ’র প্রতিষ্ঠাতা চাবাই মগের ৩৮তম অন্তর্ধান দিবস পালন

সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা প্রয়াত চাবাই মগের ৩৮তম অন্তর্ধান দিবস পালন হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের চাবাই সড়কের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ দিবসটি পালন করা।

মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারের সামনে প্রয়াত চাবাই মগের স্মৃতি স্তম্ভে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয়, জেলা-সদর, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোমবাতি প্রজ্বলন শেষে আলোচনা সভা ও মারমা ভাষায় কবিতা আবৃত্তি, গল্প বলা, খেলাধুলা, নাচ-গান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় চাবাই মগের সহধর্মিণী রেদামা চৌধুরী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চাইথোয়াইঅং মারমা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সহ-সভাপতি ক্যজরি মারমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মংনু মারমা বলে, সদর শাখার সভাপতি আখইংঞো মারমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।