‘চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদ’র আত্মপ্রকাশ

চট্টগ্রাম বন্দরে কর্মরত বিভিন্ন শ্রেণি পেশার শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের জন্য আজ বৃহস্পতিবার বন্দর ভবনস্থ বোনোনজা রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী বিশিষ্ট বন্দর শ্রমিক নেতা জনাব আবু তালেব চৌধুরী।

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্টিভিডোর স্টাফ ইউনিয়ন, ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক, লেসিং আনলেসিং, প্রাইম মুভার চালক ইউনিয়ন, উইন্সম্যান শ্রমিক, জাহাজের ওয়াচম্যান ও কোষ্টার হেজ শ্রমিক নেতৃবৃন্দ। সভায় সকল পেশার শ্রমিকদের দাবীর বিষয়ে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারী জনাব মোঃ ইয়াছিন। প্রধান অতিথি জনাব লুৎফর রহমান সকল পেশার শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং ধৈর্য্যের সাথে একই প্লাটফরমে এসে আন্দোলন সংগ্রাম করার আহবান জানান।

সভায় সকলের সম্মতিক্রমে ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদ’ নামে নতুন সংগঠনের নাম ঘোষনা করা হয়। এখন থেকে চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট সকল শ্রমিক সংগঠন বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের জন্য একই প্লাটফর্মে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রধান অতিথি আহবান জানান। শ্রমিক নেতৃবৃন্দ দাবী জানান বন্দরের অর্থে নির্মিত সি.সি.টি, এন.সি.টি ব্যক্তি মালিকানায় দেয়া যাবে না। নিবন্ধিত ছাড়া কোন শ্রমিক কে দিয়ে কাজ করানো যাবে না।

প্রধান অতিথি জনাব এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সকল শ্রমিক নেতৃবৃন্দকে শান্ত থেকে নিয়মতান্ত্রিক ভাবে দাবী আদায়ের আহবান জানান। সাথে সাথে উক্ত দাবীর বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশণ চট্টগ্রাম মহানগরীর সহ সাধারণ সম্পাদক নৌ অঞ্চলের সভাপতি জনাব মোঃ শেহাব উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানার সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম আদনান, জনাব আবুল বাশার, নুরুল ইসলাম, ওমর ফারুক, আবদুল কাদের, মাসুদ আলম, উইন্সম্যান নেতা মুঃ ওমর ফারুক, মোঃ বেলায়েত হোসেন, জাহাজের ওয়াচম্যান নেতা মোঃ শফিউল আলম, শ্রমিক সংঘের নেতা জনাব রেজাউল করিম, আমিনুল ইসলাম রুমেল প্রমুখ।