এ.এস.এম লজিস্টিক’র ১০ বছর পূর্তি উদ্যাপন

এ.এস.এম লজিস্টিক’র ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের নিয়ে গত ১ জানুয়ারি, বুধবার প্রতিষ্ঠানের চেয়ারম্যামসহ মোঃ আরিফ হোসাইনের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠানে ১০ বছর পূর্তি উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অফিসে এক সাথে এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। ঢাকা অফিসে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে প্রধানদের ও গ্রাহকদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আরিফ হোসাইন, চট্টগ্রাম অফিসে কেক কাটেন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নুরুল ইসলাম মঞ্জু। এসময় আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুদ্দিন, ম্যানেজার মোঃ দীন মোহাম্মদ, এক্সিকিউটিভ মোঃ আবিদ হাসান ইমন, অপারেশন ইনচার্জ মোঃ আকাশ, অপারেশনের ইনচার্জ মোঃ সুমন, অপারেশনের ইনচার্জ মোঃ পারভেজ, এসএম লজিস্টিকের সকল অপারেটর, মোঃ মোশাহেদ (Branch manager seko logistics), মোঃ মাসুদ হোসাইন (Manager, Acs Logistics ltd), মোঃ আরজ চৌধুরী (Asst manager, Acs Logistics ltd), মোঃ আবু তাহের তপু (Asst manager, Acs Logistics ltd), মোঃ শাহাদাত হোসেন (Manager, Target group), মোঃ কাজল (Shipping line), মোঃ খাইরুল ইসলাম, মোঃ জিলানী, মোঃ মেহেদী হাসান, প্রতিষ্ঠানের পক্ষ হতে Kuehne+Nagel Ltd, DB Schenker, Scan Global, ACE BD Ltd, FML, Crown Logistics, Seko Logistics, Damco প্রতিষ্ঠা বার্ষিকীর কেক ও মিস্টি পাঠানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য পিঠা উৎসব, উপহার প্রদান নৈশ প্রীতিভোজের আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।