পটিয়া আমির ভাণ্ডার শরীফের গোছল শরীফ ১৫ জানুয়ারি

আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিতব্য পটিয়া আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ৪ জানুয়ারি শনিবার পবিত্র রওজা গোসল শরীফ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দরগাঁ শরীফে গিলাফ চড়ানো ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

এছাড়াও নানা কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১২ টায় মহিলাদের জিয়ারত ও বাদে জোহর ২ টায় পুরুষদের জিয়ারত ও তাওয়াফ। সম্মিলিত আউলাদে পাকগনের পক্ষে আমির ভাণ্ডার সংসদের পক্ষ হতে জাতি ধর্ম নির্বিশেষে ভক্তবৃন্দের এতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।