বাঁশখালীতে বাঁচাও ও ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থার চক্ষু শিবির সম্পন্ন

আমেরিকাস্থ সেবামুলক সংগঠন বাঁচাও এবং ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্হার আর্থিক সহযোগিতা এবং কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের চিকিৎসা সেবা সহায়তায় দিনব্যাপী ১১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ৩০৮ জন রোগীর ছানি অপারেশন কার্যক্রম সম্প্রতি বাঁশখালী বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থহার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষা সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমেরিকাস্থ বাচাঁও সংগঠনের পরিচালক এ.এইচ.এম.কুতুব উদ্দীন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাঁচাও সংস্থার ডোনার শামীম আরা কুতুবউদ্দীন, বাঁচাও সংগঠনের এ্যাম্বাডেসর মাইশা সালাউদ্দীন, নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, রোটারি ক্লাব ডাউন টাউনের সাবেক সভাপতি রফিক আহমদ চৌধুরী, বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মনজুর আলম, চক্ষু শিবির কার্যক্রমের তত্ত্বাবধায়ক বিশ্বজিৎ পাল প্রমুখ।

দৈনিক ৩০ জন রোগীকে বাঁচাও সংগঠন এবং ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থার আর্থিক সহযোগিতায় এবং কক্সবাজার বায়তুশ শরফের হাসপাতালের চিকিৎসা সহায়তায় এ ছানি পরীক্ষা সম্পন্ন হবে। ২০২৪ সালের জুনমাসে চক্ষুশিবির রোগীর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ পরিবারকে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং আহত ৫ পরিবারকে নগদ ৩০ হাজার টাকা নগদ সহযোগিতাও প্রদান করেন অতিথিবৃন্দ।